চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে দুইদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনের মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ। দুইদিনের এ মেলায় উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র, চকরিয়া পৌরসভা তথ্যসেবা কেন্দ্র ও তিনটি কলেজ এবং ছয়টি মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ৩০টি স্টল অংশ গ্রহন করেন।
চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ জসীম উদ্দিন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আইটিসি কর্মকর্তা আজিমুল হক। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সচিব, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন
Advertisemen
Advertisemen