একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শেষ করতে পেরে স্বস্তি বোধ করছে নির্বাচন কমিশন(ইসি)।
বৃহস্পতিবার ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আমরা বেশ সফলভাবে রাজনৈতিক দলের সংলাপ শেষ করেছি।
সবাই খুব আন্তরিক ছিলেন, আমরাও সহায়তা পেয়েছি। সুচারু ও সফলভাবে সংলাপ সম্পন্ন করতে পেরেছেন বলে বর্তমান ইসি স্বস্তি বোধ করছেন।
অতীতে সংলাপ নিয়ে বিভিন্ন দলের পাল্টাপাল্টি বক্তব্য ও নানা ‘অপ্রত্যাশিত’ঘটনার সৃষ্টি হলেও এবার ‘অপ্রীতিকর’তেমন কিছু ঘটেনি বলে মন্তব্য করেন হেলালুদ্দীন।
তিনি বলেন, সুশীল সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক দলের সংলাপ শেষে অন্য অংশীজনের মতামত নিয়েই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
নবম ও দশম সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিগত দুই কমিশনের সংলাপের অভিজ্ঞতা ‘সুখকর’না হওয়ায় কে এম নূরুল হুদার কমিশন খানিকটা ‘চিন্তায়’ছিল। ২৪ অগাস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৪০টি দলের সঙ্গে আলোচনা শেষে তাদের সেই চিন্তা দূর হয়েছে।