অধিনায়ক হিসেবে 'ফিফটি' পূর্ণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব।
অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন এ বামহাতি অলরাউন্ডার।
নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দলের বাইরে রয়েছেন। স্বাভাবিকভাবেই তাই সহ-অধিনায়ক হিসেবে দলের নেতৃত্বের দায়িত্ব পান সাকিব।
অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব ম্যাচটি অবশ্য ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না। মাত্র ১৪ রান করে আউট হয়েছেন তিনি।
ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার দিক থেকে সবার উপরে রয়েছেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। তিনি ৬৯টি ম্যাচে নেতৃত্ব দেন। তার অধীনে ২৯টি ওয়ানডেতে জিতেছে টাইগাররা; হেরেছে ৪০টিতে। আর সাকিবের নেতৃত্বে (আজকের ম্যাচ বাদ) এর আগে ৪৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ২৩টিতে জিতেছে আর হেরেছে ২৬টিতে।
আর মাশরাফি এখন পর্যন্ত ৪১টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। নড়াইল এক্সপ্রেসের অধীনে টাইগাররা জিতেছে ২৪টিতে, আর পরাজয়ের স্বাদ পেয়েছে ১৫টিতে।
সাকিবের 'ফিফটি'
Advertisemen
Advertisemen